200+ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ২০২৪।+ছেলেদের কষ্টের স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস ২০২৪

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়া ও ভালবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। আপনারা এখান থেকে আপনাদের পছন্দমত স্ট্যাটাস নিয়ে ফেসবুকে দিতে পারবেন। 

আর যদি আমাদের এই স্ট্যাটাস গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ট্যাটাস গুলো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন আজকের আর্টিকেল শুরু করা যাক সাথেই থাকেন।

ছেলেদের  ফেসবুকে স্ট্যাটাস কষ্টের ।২০২৪

ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস

ভালোবাস যদি সুখ দেয়...!!

তাহলে বিচ্ছেদ কনো এতো যন্ত্রণা দেয়। 😅


নিজের বেড রুমে একা পেয়েও যে মেয়েটাকে 

স্পর্শ পর্যন্ত করিনি সে মেয়েটিও 

আমাকে ছেড়ে যাওয়ার সময় 

আমার চরিএ নিয়ে যা তা বলে গেছে.😅💔😎🥀


ঠকে যাওয়া মানুষগুলো কখনোই জানতে পারে না..

যে তারা কি কারনে ঠকছে...! 😅


ভালোবেসে যদি কষ্টই না পাও তাহলে 

সেটা কেমন ভালবাসা..!!🥺🥀

-আরে তুমি কাঁদবে আর সে হাসবে 

এইটার নামই তো ভালোবাসা..!!😅💔


যার জন্য স্বপ্ন দেখেছিলাম 😅

সে অন্য কারো স্বপ্নে বিভোর!💔😭


কান্না পেলে কেঁদে নিও,,,,

কারণ বৃষ্টির পর আকাশ অনেক টা হালকা হয়ে যায় 🙂,,


 ভালোবাসা সুন্দর তবে কল্পনাতেই

বাস্তবে তো সবাই অভিনয় করে 😅


ভালোবাসাতো দিলা না বরং দুঃখ দিলা

নিখুঁত ভাবে কাদিয়ে তুমি বললে আর কেঁদো না !!!


কতদিন হইয়া গেলো তোমারে দেখি না.জনো পরি তোমারে

 দেখার লাইগা আমার মোনটা সটফট করে

তোমারে দেখার লাইগা আমার মোনডা মেলা পুইরা জায়। তোমার দেখা পাবো জে কবে। তোমার দেখা পাইনা কতকাল ধরে দেখতে খুব ইচ্ছে করে..!!! 💔😢


ইস কতোই না ভাগ্যবান ঐ ব্যক্তি,

 যে আমার মনের মানুষকে পেয়েছে, 

তাকে পেয়ে গেলে কি এমন খতি হতো...!😅

ছেলেদের বুক ফাটা কষ্টের স্ট্যাটাস 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

বিষন্ন নির্ঘুম এই রাতের মধ্য ভাগে এসে,

ঘুমিয়ে থাকা আকাশে, জেগে থাকা চাঁদের মতোই-

নিজেকে বিষণ একলা রূপে আবিষ্কার করি।

কতো তাঁরা ছিল, সবই নিবে গেল-

আমার কতো বাকি?।💔😅


তুমি যে ভালো বাসা পেয়ে অবেহেলা করছো..!

_সে ভালোবাসা আমি পেলে বছরের পর বছর 

      আগলে রাখতাম.! 💔😭🥀


আমার সারা জীবন মনে থাকবে একটা সময়

 আমরা অনেক কথা বলতাম 

তোমাকে ছাড়া কিছুই বুঝতাম না।😭🖤💔


প্রিয় মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মরার আগ পর্যন্ত মানুষের হৃদয় গেথে থাকে 😅💔🥺


তাকে হারিয়ে আজ আমি আদ মরা 💔😔

আর সে অন্য কারো ভালোবাসা পেয়ে আত্মহারা ❤️‍🩹🥀


- কোনো মানুষই আপন হয়না 

দিন শেষে সবাই সার্থপর.!💔🥀


পৃথিবীর ৯৫% মানুষ ভালোবাসার মানুষকে পাইনি

তাদের মধ্যে আমিও একজন ..!!💔😔


এখনো প্রতি রাতে তার মায়াবী ছবিটা ফোনের 

গ্যালারি থেকে না হলেও দশবার দেখি কিন্তু 

ওই মানুষটাকে আর দেখতে পায়না ।।🥲😅


তুমি নেই আজ ১০৪ সপ্তাহ 🥹

তুমি নেই আজ ৭২৭ দিন🥹

তুমি নেই আজ ১৭,৪৩৩ ঘন্টা 🥹

তুমি নেই আজ ১,০৫২৭,৭৮মিনিট🥹

তুমি নেই আজ 63,166,680 সেকেন্ড 😥😥


স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে গেলো, 

ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেলো 😥

ছেলেদের প্রিয় মানুষ হারানো কষ্টের স্ট্যাটাস 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

loyal দের জন্য ভালোবাসা না ভাই..!! 🙂

ভালোবাসার তো বেইমানদের জন্য..!!💔


দুঃখ তো তখনই হয় যখন বুঝতে পারি

 আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি 

তার কাছে আমার নিজের কোন গুরুত্ব নেই..!!💔😅


দুনিয়াতে কত মানুষ মরে..!

আমি কেন মরি না..! 😅 


ছুঁয়ে দেখার আকুলতা যদি প্রেম হয়,

-তবে না ছুঁয়েও না দেখেও অনুভব করে

    যাওয়াটাই ভালোবাসা!!🌺😅


সে আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে, কিন্তু মিথ্যা বলে সান্ত্বনা দিয়েছে আমাকে....!💔


উপন্যাসের প্রতিটা পৃষ্ঠা এক একটি ভিন্ন গল্প,,🫠

প্রতিটা গল্পের শেষ কথা ভালো থেকো ,,!!!,🥀😅


মৃত্যু দিয়ে মুক্তি মিলুক আমার..."

শেষ হয়ে যাক আমার মতো খারাপ মানুষের অধ্যায়.!😅


দূরে আছো দূরেই থাকো অনুভূতির তীব্র অভিমানে 

শুধুই মনে রেখো আমিও ছিলাম কখনো....!!🙃


_মায়াবতী আপনাকে ভালোবাসার পর

_ আর কাউকে ভালোবাসতে পারিনি ❤️‍🩹🥺


তোমাকে কেনো পেলাম না তোমাকে পেয়ে 

কেনো হারালাম এই দুইটা কথা আমাকে 

     বার বার আগাত করে 😥💔

ছেলেদের আবেগের ফেসবুক স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

আমি যে মানুষটার ভালোবাসি ওই মানুষটা অন্যজনকে ভালোবেসে হায়রে দুনিয়া ভালোবাসা 🥺😔🥀


মায়াটাই আজ অনেক কষ্ট দিচ্ছে আমাকে😅😅

 আল্লাহ তাদের বিচার করুক যারা মায়া 

   লাগাই হারায় যাই😅😅😅


মানুষের ব্যবহার আর কথার আঘাত

  রুহ আব্দি কাঁপিয়ে দেয় 💔😭


      😅জীবন ফুরিয়ে যাবে

মন বহুবার বদলাবে, গন্তব্য নির্দিষ্ট হবে আদৌ কি

           তোমায় ভুলা যাবে😅


আমি সবার জীবন থেকে বিদায় নিয়ে নিবো,

   শুধু সময়ের অপেক্ষা..!! 🥹🌼


আমি তাকে আমার হৃদয়ে এঁকেছিলাম কিন্তু স্রষ্টা

 তাকে আমার আমার কপালে আঁকে নি..!!😅


মৃত্যুর আগ পযন্ত মনে থাকবে একটা

মানুষ কে পাওয়ার জন্য অসহায়ের মতো

কান্না করছি তবুও সে আমার

       হয়নি..!🥲❤️‍🩹☺️


ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি 

ফিরব আবার নতুন নতুন রূপ..!!!💪🍁


মিত্থা হাসি দিয়ে লুকিয়ে রাখি খত বাহিরটা 

রাজার মতো হলেও ভেতরটা আহত 😅


            লিখে রাখো,

আমার মতো করে এ-ই দিনিয়াতে

কেউ তোমাকে চাইবে না...!!!🌺😅

ছেলেদের পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস

সব টুকু চেষ্টা করার পরেও না মানুষটার

মন জয় করতে পারলাম না 😢😢


ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়,

 যেখানে একটি ছাড়া অন্যটি অচল। — 💔


ভালোবাসা দিচ্ছে দোহাই..!!🙂

আমাকে রোজ অবিরত..!!😅

বরবাদ হয়েছি আমি..!! 💔

তোর অপেক্ষায়..!!😅💔


কখনো কখনো ঘুমের ওষুধ ব্যর্থ হয় ঘুম 

পাড়াতে পারে না পাগল মানুষগুলারে 😭😭


যে আমার চোখে পানি দেখে ঘুমাতে পারে, 

সে নিঃসন্দেহে আমাকে ভালোবাসেনি..!!😅


যুদ্ধ এক সময় আমিও করতে গিয়েছিলাম

কিন্তু সেই মানুষটাই আমাকে যুদ্ধে হারিয়েছে 🥺❤️‍🩹


Life Is Not Easy, But

Nothing Is Impossible 🔗

জীবন সহজ নয়, তবে

কিছুই অসম্ভব নয়..!!💪😈


দিনশেষে তোমাকেও হারাইলাম

পরিবারের কাছে নিজের দামও কমাইলাম 😅😅


মৃত্যু তুমি তারাতাড়ি আসো 

আর যে ধৈর্য্য হয় না 😅😔😔


যখনই তোমাকে অন্য কারো ভেবে করি স্মরণ আমার কাছে মনে হয় ওই মুহূর্ত টা মৃত্যুর মতো তোমাকে ছাড়া অন্য কাউকে দিবো মন এটা কিভাবে সম্ভব.!

শখের নারীকে নিয়ে স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস

কেনো এসছিলে তুমি, আমার হাসি খুশি 

জীবন টা কে এই ভাবে এলো মেলো 

করে দিয়ে চলে গেলে।

খুশি হয়ে গেছো তুমি, দয়া করে এমন কাউকে

      আর করো না।।।😅💔


সবাই দূরে ই ছিলো ;

আমি শুধু কাছের ভাবতাম 😌💔


কিছু মানুষ কে মাফ করলে

 নিজের উপর অন্যায় করা হবে 💔🥺


আমার ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমাও

 ও হে আমার শখের নারী 😅🥺💔


ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ

 তবে আমি পাপি, শুধু তুমি অপরাধী😅💔


না আমার হইলা। না আমারে অন্য 

কারো হইতে দিলা। 💌😅


আমি পারছি না কি করবো কি করবো 

না কিছুই ভেবে পাচ্ছি না 😭💔


প্রতি রাতে কান্নায় ভিজে যাওয়া বালিশটা জানে 

আমি তোমাকে কতটা ভালোবাসি..!🙂😅


নিজেকে ভালোবাসতে শিখুন কোনো 

বেইমান বিশ্বাষ গাতক কে নয় 

যে কিনা ভালোবাসার নামে অভিনয় করে....💔🖤


নিজের মন খারাপ থাকলে নিজেই ভালো করতে হয়, কারন আমার আমি ছাড়া কোউ নাই😔

পরিবার নিয়ে ছেলেদের কষ্টের স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

এক জীবনে সবকিছু পাওয়া সম্ভব নাহ.!

-হয়তো আমার না পাওয়াতে সে ছিলে🫡🥹


তারপর তোমাকে ভালোবাসার পরে আর

দ্বিতীয় কাউকে ভালোবাসা সম্ভব হয়নি...😅❤️‍🩹


_ একা থাকতে তারা পছন্দ করে যারা

 মানুষ চিনতে শিখে গেছে তারা..!!🙂💔


তাকে আমি পাগলের মতো ভালোবাসি

কিন্তু সেও ছেরে চলে গেছে💔🥀😔


হবে না তা তো আগেই জানা ছিলো উপর 

দিয়ে আবার বলার কি দরকার ছিলো

 আমি যার খুশি তার হবো তুমি কে...?😅💔


আমি সেই মরুভুমি যে পানির আকাঙ্খায় 

ডুবেভছিলাম, তুমি সেই মেঘ যা কখনো

 ভেঙ্গে বৃষ্টি হয়ে ঋড়োনি..:)😔💔🥀


সে মনে'ই রাখেনি! অথচ আমার চোখে এখনো

 পানি  তার যোগ্য হতে না পারার আক্ষেপে💔


তুমি শুধু বেইমানি করনি....💔

তুমি আমার জীবিত দেহ টাকে দাফন দিয়েছো...🥺

তুমি আমাকে নিরবে খুন করেছো...😥

কিন্তু প্রমাণ রাখোনি....😭


_গল্পটা তখনই ভালো.।ছিল যখন তুমি_

ছিলে অপরিচিত,,,,আর আমি ছিলাম

আমার আমিতে সীমাবদ্ধ.!🙂🥀


দু’চোখে ভীড় করে শব্দেরা। হয়তোবা 

আমারই ছিলো ভুল।

মিছিলে হেঁসে হেঁটেছিলে তুমি। 

উড়েছিলো উকুনে ঠাঁসা চুল।

ছেলেদের শখের নারীকে হারানোর কষ্টের স্ট্যাটাস

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

_যে আমাকেই মূল্য দেয়নি,

_সে আমার দুই লাইনের দুঃখের কি মূল্য দেবে। 🌸💔


বহু দিন আগে এক মায়াবতীর

চোখে পরিয়া ছিলো আমার চোখ,,

তাহারে হারিয়ে আজও কাটিয়ে উঠতে

পারিনি মায়াবী হারানোর শোখ,,😥

যাহার মাঝে পেতাম খোঁজে

এই অভাগার সুখ,

সেই তো আমায় দিয়ে গেলো দুঃখ।।😅💔


পৃথিবীর সব কিছু পাইয়া গেলে ও আর 

তোমারে কোনো কালেই পামু না,,,এই একখান

 আফসোস আমারে সারাজীবন পুরাইবো😅😅


আমারে না ঠকালেও পারতা আমি তো,

 তোমার কোন ক্ষতি করিনি, 

শুধু তোমাকে ভালোবেসে একটুখানি 

ভালো থাকতে চেয়েছিলাম..!🙂❤️‍🩹


বিচ্ছেদের যন্ত্রণা খুবই ভয়ংকর সত্যিকারে ভালবেসে যে হারিয়েছে সে ই বুঝে পেয়ে হারানোর যন্ত্রণা তীব্র 💔💔


কত ভয়ংকর মায়াবী তুমি😥

ইস যদি থেকে যেতে তাহইলে নিজেকে 

   অনেক ভাগ্যবান😅💔


—"তাকে প্রচন্ড ভালোবাসি,

কিন্তু সে জানুক আমি তাকে প্রচন্ড

ঘৃণা করি..!!😊💘😅


নিজের প্রিয় মানুষ টা কে যখন মনে পড়ে...🥀

__তখন পৃথিবীতে এতো মানুষ থাকা সত্তেও...নিজে কে অনেক একলা মনে হয়😥😥🥀।


মনের মধ্যে শান্তি না থাকলে 

পুরো দুনিয়াটাই অশান্তি লাগে..🥲🙂


কেউ কিছু বলতে পারে না।।

অথচ তার কত অপমান সহ্য করলাম!

তাও বুঝাইতে পারলাম না তারে আমি ক

তটা ভালোবাসি আজ আমি ব্যর্থ 🥺😅

হৃদয় ভাঙ্গা কষ্টের স্ট্যাটাস

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস।

যা হয় ভালোর জন্যেই হয়

আর সব ভালো আমার সাথেই হয় 😅💔


যাকে কখনো পাবো না...!! 💔

আমরা তাকেই ভালোবাসে ফেলি,,,!! 😅💔


তুমি যে রোজ একটু একটু করে 

আমার থেকে দূরত্ব বাড়াচ্ছো..!!

সব বুঝেও চুপচাপ আছে তোমার এ পরিবর্তন 

আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে..!!


পড়া তো মুখস্থ করে এক দুইদিনও মনে রাকতে

 পারি না তবে প্রিয় মানুষটি শত কষ্ট 

দিলেও ভুলতে পারি না কেন??🙂😅


মুখস্থ হয়ে যাওয়া মানুষকে, 

ভুলে যাওয়া এত সহজ না🙂💔


মানিয়ে নায়েছি বাস্তবতার সাথে নিজেকে,,,

মামা,হারিয়ে ফেলেছি নিজের ভালো থাকাকে😭😭


ভরসা ছিল বিশ্বাস ছিলো!

কিন্তু পরে বুঝলাম আমার সব ধারণা ভুল ছিলো 😅❤️‍🩹


আপনার শেষ কথা গুলো শুনে আমার

 রুহু অব্দি কেঁপে উঠেছিলো..

চিন্তা কইরেন না আমি আর ফিরছি না কখনোই না ..!!🙂


আল্লাহ তুমি তারে সারাজীবন সুখে রেখো

 যেনো কখনো দুঃখ তাকে ছুঁতে না পারে 🥺💔


বন্ধুরে তোর পিরিতে ,,,

লাশ হইয়া ভাসিলাম নদীতে😅💔🥀


মায়াবতী তুমি কি দেখেছো তোমার পূন্যতার

 দেয়ালে আমি নেই অথচ আমার শূন্যতার 

দেয়ালে তোমাকে নিয়ে কত হাহাকার..!😅❤️‍🩹

ছেলেদের একাকীত্ব স্ট্যাটাস।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস।

ভাই সত্যি কথা মাঝে মাঝে আমি ভাবি 

ওই সময় যে আমার কেমন লাগে, 

মানে ভাবতেও জানি কেমন লাগে..!😂💔


তার গুরুত্ব কতটুকু আমার জীবনে, 

সে সবটা জেনে বুঝেই অসহায় এর মতো কাদিয়েছে😭


শখের বয়সে অনেক কিছু ত্যাগ করেছি

তাই এখন আর গায়ে লাগেনা কিছু💔


মৃত্যু একদিন এসে বলবে..?🙃

- Your Time is Over..! Last Go..!😅


আমারো একজনকে কইতে মনে লয়,,

তোমারো কান্দন আসে আমার মতো রাইতে,, 

তোমারো কি বুক ভাইঙ্গা যায় মনের কথা কইতে😅💔


মানুষ টা খুব শখের চিলো

কত এনা যুদ্ধ করচিলাম তার জন্য

মানুষ টা শেষ পরযন্ত ছেড়েই দিলো আমায় 😅💔


আমি ভাবছি এমন হঠাৎ বুকে ব্যাথা 

বার বার জ্বর আসা শুধু আমার হয় কিন্তু

 দেখি এমন রোগ অনেক জনেরই আছে 🥺🥺


একটা কথা বলি যে যাই করুক নাহ্ কেনো আমিই খারাপ,,,হুম বাস্তবতা বড়ই কঠিন😌🖤🫀✨


নিজের 'ধ্বংস' যেখানে চোখে'র সামনে!

অন্য'র- সমালোচনা করি ক্যামনে.!🙂


পাপিষ্ঠ লেখক:মায়া-বতী একমুঠো প্রেম 

চেয়েছিলাম, বিনিময়ে দিয়ে গেলে অফুরন্ত

 রাত জাগা আর এক বুক হাহাকার 💔😅♠️❤️‍🩹🥀

শেষ কথা 

বন্ধুগণ আশা করি আজকের এই ছেলেদের ফেসবুক স্ট্যাটাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। 

আর আজকের এই আর্টিকেলটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরও একটি আর্টিকেল নিয়ে আপনাদের সাথে দেখা হবে।

আরো পড়ুন 

ইউনিক ক্যাপশন বাংলা। বেস্ট ক্যাপশন বাংলা ২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url