Hamster থেকে কত টাকা পাবেন । Hamster কি ?
Hamster কি ? হামস্টার থেকে আপনারা কিভাবে পেমেন্ট পাবেন। এবং কত পেমেন্ট পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেল। কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন ভাল তো থাকবেনই ফ্রি মাইনিং করতেছেন টাকা ইনকাম করতেছেন অবশ্যই ভালো থাকবেন।
আপনাদের জানা দরকার হামস্টার কি। হামস্টার থেকে আপনারা কত পেমেন্ট পাবেন আজকের আর্টিকেলটি সেই বিষয় নিয়ে আলোচনা হবে সাথেই থাকেন পুর আর্টিকেলটি পড়ুন সব জানতে পারবেন। চলেন আর্টিকেল শুরু করা যাক ।
Hamster কি ?
হামস্টার হল একটি ফ্রি মাইনিং সাইট। এখান থেকে টেপ টেপ করে কয়েন কালেক্ট করতে হয়। সেই কয়েন অনুযায়ী তারা পেমেন্ট দেবে।
- সেই সাথে তারা কিছু ট্যাক্স দিয়েছেন সেগুলো পূরণ করতে হবে। তাদের youtube সাবস্ক্রাইব করতে হবে। এবং তারা ইউটিউব ভিডিওর লিংক দেয় সেখানে ক্লিক করে ভিডিও দেখতে হয়। প্রোফাইল পার আওয়ার বাড়াইতে হয়। এবং সেই সাথে চাবি কালেক্ট করতে হয়। এটিই হচ্ছে হামস্টার এর কাজ। এইভাবে কাজ করে মাইনিং করতে হয়। তারা একটা তারিখ দিয়েছেন সেই তারিখে কয়েনগুলো লিস্টিং হয়ে যাবে। সেটি হচ্ছে হচ্ছে 26 তারিখ।
Hamster কত কয়নে কত টাকা দিবে ।
অনেকজনে অনেক ভাবে ভিডিও বানাচ্ছে। কেউ কেউ বলছে এক মিলিয়ন কয়েনে ১৭ ডলার দেবে। আবার কেউ কেউ বলছে ১০ মিলিয়ন কয়েনে এক টাকা ৭৯ পয়সা দিবে। আসলে এগুলো কোনটি সত্যি নয়। কারণ তারা অফিসিয়াল ভাবে এগুলো কিছুই বলে নাই।
- তারা শুধু এটুকু বলে দিয়েছে আপনারা বেশি আশা করিয়েন না। তবে এয়ার্ড্রব দেওয়া হবে। ৬০% অ্যাড্রব দেওয়া হবে। আর 40% আপনারা রেফার করেছেন কিনা তাদের টাক্স পূরণ করেছেন কিনা সেগুলো বিষয়ে দিবেন। হামস্টার যেহেতু অনেক বড় একটি প্রজেক্ট আপনারা যারা কাজ করেছেন না করি কিছু না কিছু পেমেন্ট অবশ্যই পাবেন। আশা করা ভালো কিন্তু বেশি আশা করা ভালো না।
এমনও তো হতে পারে যে আপনারা যেটা আশা করে আছেন তার কিছুই হলো না। যেহেতু অনেক ইউজার এখানে কাজ করে সেহেতু অবশ্যই মাথায় রাখতে হবে তারা খুব বেশি আপনাদের দিবে না।
- তবে যেহেতু এটা বাইনান্সের সাথে লিস্টিং হয়েছে তার মানে অবশ্যই এখান থেকে পেমেন্ট দেওয়া হবে। আপনারা কেউ হতাশা হবেন না অবশ্যই পেমেন্ট পাবেন তবে সেটি অল্প হতে পারে। আপনাদের আশা অনুযায়ী নাও হতে পারে। এতে হতাশার কিছু নাই আরো অনেক সাইট আছে সেগুলোতে ফ্রি মাইনিং করেন।
পরের আর্টিকেলটি আরো কি কি মাইনিং সাইট আছে সেগুলো নিয়ে কথা বলা হবে। যেহেতু এখান থেকে টাকা ইনকাম করা যায় তাহলে মাইনিং করলে ক্ষতি কোথায়। পার্ট টাইম হিসেবে আপনারা এটা করতে পারেন। সবাই চোখ রাখুন ২৬ তারিখে কি হয়।
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন। কত পয়েন্টে কত টাকা দিবে। আরো বিভিন্ন ফ্রি মাইনিং আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনার যে যে বন্ধু হামস্টার বলেছেন তাদেরকে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকেন সুস্থ থাকেন আরো নতুন নতুন আর্টিকেল পাবেন ভাল থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর আর্টিকেল নিয়ে আসতে পারি।
আরো পড়ুন
150+Romantic Facebook status English