Romantic Facebook Caption Bangla
আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম Romantic Facebook Caption Bangla
আপনারা যারা যারা ক্যাপশন পছন্দ করেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এ আর্টিকেলের মাধ্যমে আপনাদের পছন্দ অনুযায়ী মনের মত Romantic Facebook Caption Bangla দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের আর্টিকেলগুলো আপনাদের ভালো লাগবে।।
তাহলে বন্ধুগণ চলেন আজকের আর্টিকেল গুলো দেখা যাক। আর একটা কথা বন্ধুগণ যদি আপনাদের কাছে ক্যাপশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই। এই ক্যাপশনগুলো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কখনো ভুলবেন না। তাহলে চলেন আর্টিকেল শুরু করা যাক।
রোমান্টিক ফেসবুক ক্যাপশন বাংলা :
আমি তোমাকে ভালোবাসি
তোমাকে অন্য কারো
হতে দিবো না আমি..!!💖🌺
তুমি হাতটা শুধু ধরো
আমি তোমাকে হতে
দিবো না কারো..!!💖🌺🥀
তোমাকে আমি অন্য কারো হতে দেবো না
কারণ আমি চাইনা আমার যত্নে করা ভালোবাসা
অন্য কেউ নিয়ে যাক ...!!🌺🥀
তুমি আমাকে ভালোবাসা দিও আমি দেখিয়ে দেব।
সব ভালোবাসা ছেড়ে যায় না..!!🖤💗
সুখ নয় প্রিয় দুঃখ দিও
তবুও অন্যের না হয়ে
আমার হইয়ো ...!!!💖🌺🥀
ভালোবাসা সুন্দর যদি সেটা হয়
তোমার সাথে প্রিয়..!!!"💚💞
কষ্ট দিও দুঃখ দিও আরো দিও ব্যথা
তবুও আমাকে করে দিও না একা ...""!🌺💘
তোমার ওই চোখের মায়া আমাকে
অন্য কারো হতে দেইনি প্রিয়..!!!💙🥀
তোমার হাতটা যখন একবার ধরেছি
দুনিয়া উল্টে গেলেও ছাড়বো না প্রিয়..!!🌺💛❣️
দুনিয়ার সব নিয়ম ভেঙে হলেও
আমি তোমাকে চাই ..!!!💚🌺🥀
প্রিয় মানুষটাকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস:
শোন প্রিয় তোমাকে ছাড়ার জন্য
ভালোবাসি নাই ...!!!🌺🌳❣️
প্রিয় মানুষটা হয়তো অনেক দুরে কিন্তু
সবসময় থাকে এই অন্তরে..!!!💘💞🥀
তোমাকে ভালোবাসতাম ভালোবাসি
আর সবসময় বাসবো প্রিয়..!!💝💖
এক আকাশ পরিমাণ তোমাকে
ভালোবাসি প্রিয়..!!!🌺🖤
প্রিয় তোমাকে যতই দেখি
ততই নতুন নতুন লাগে...!!💛🌺🥀
পৃথিবীতে কেউ রূপে সুন্দর
আর কেউ মনের দিক থেকে সুন্দর! 😌
তুমি তো প্রিয় আকাশ সমান সুন্দর..!!🙂🌸
তুমি ফর্সা আমি কালো
আমাদের বেবি হবে
ফর্সা কালো ..!!!🙈😛
সবার ভালোবাসা পূর্ণতা পেলেও !!💖
আমার ভালোবাসা পূর্ণতা পাবে না ....
এমনটা আমি কখনোই হতে দেব না !!💗
কারণ আমি তোমাকে হারাতে পারবো না ...!!💞💝
কেন জানি তোমার কথা মনে হলে
হঠাৎ করেই একটা মুচকি হাসি দিয়ে দেই..!!🌺💚
মনের মানুষকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস:
জীবন আমার রঙিন হলো
তুমি জীবনে আসাতে ...!!!❣️💘💞
তুই আমার আধার ঘরের পূর্ণ মাসের চাঁদ
তিলিক মাতি না দেখিলে ভরে না এই প্রাণ ...!!🙈🌺🥀
কত মায়াবী চেহারা😅
আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক🥰🥀
তোমাকে কি ফুল দেবো !!🌺
তুমি নিজেই তো একটা ফুল ..
তবুও তোমার জন্য নিয়ে আসলাম ""
সুন্দর একটি গোলাপ ফুল ..!!!🥀🥀
ভালোবাসি তোমায়,,
তাইতো মনের সুখে রাত জাগিয়া
দেই যে তোমায় পাহারা ..!!!🖤💗
এখন আর কোন স্বপ্ন দেখিনা
কারণ তুমি তো আমার পাশেই ..!!!🙈🥀🌺
তুমি ছাড়া দ্বিতীয় কোন নারীর
জায়গা হবে না আমার এই মনে ..!!💙💝💖
তুমি আশেপাশে থাকলে
আমার খুশি খুশি লাগে ..!!💛❣️
আমি তোমাকে কল্পনাতে না !!
বাস্তবে ভালবাসতে চাই ....
কারণ আমি তোমাকে ছাড়ার জন্য ভালোবাসি নাই.!🌺
তোমাকে পেয়ে ভরে গেছে এই বুক
কোথায় বলো রাখি এত সুখ ..!!!💚💞
ভালোবাসার মানুষকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস:
হাজার জনকে না আমার শুধু
আপনাকেই লাগবে..!!!🌺🥀💗
আপনার মতো করে কেউ
আমাকে বুঝে নাই ..!!💖💝
প্রিয় মানুষটাকে কতটা ভালবাসি
সেটা ব্যাখ্যা করতে গেলে.. ।
দুনিয়ার সব ভালোবাসা হার মেনে যাবে..!!💞💘
ভালোবাসার মানুষটি হারিয়ে গেলেও কখনো
ভালোবাসা হারায় না..!!!🖤🌺🖤
তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না কারো..!!💚🥀
আপনি আমার অনেক শখের
একটা মানুষ ...!!!❣️💚💖
তুমি হারিয়ে গেলে আমি খুঁজে নিবো
চলে গেলে আবার ডেকে নিবো
অভিমান করলে চকলেট দিবো
ছেড়ে গেলে মরে যাবো ...!!!💙🌺🥀
সেই মানুষটাকে জীবনে রেখে দাও💮🥀....!
যে তোমাকে অনেক ভালোবাসে 🥰..||
- স্পর্শে নয় অনুভবে ও ভালোবাসা যায় 🙂
- হোক না দূরত্ব তাতে কি আসে যায়!
ভালোবাসা সুন্দর যদি দৃষ্টি একজনের দিকেই
সীমাবদ্ধ থাকে...!🖤🦋❤️🥰
-তুমি দূরত্ব চাইলে🙃
-আমি আকাশ হয়ে যাবো😶🥰
-সৌন্দর্যে নয় মায়ায় আটকে যাওয়ার নামই
ভালবাসা||!"!🙂🖤
রোমান্টিক স্ট্যাটাস ২০২৪:
সে কখনো আমার হবে না এটা যেনেও তাকে আমি পাগলের মতো ভালোবাসি🥺🥀
ভালোবাসাটা দামি হয় না,
দামি হয় ভালোবাসার মানুষটি।🖤😊
আপনি আমার সেই সুখ,,
যাকে না ছুয়ে অনুভব করি সারাক্ষণ,,!!🥰💯😘
জীবনটাকে এমনভাবে সাজাও যেন—
“হাজার ফুলের মাঝেও তোমাকে আলাদা করে
সহজেইই চেনা যায়!”🌷🤍
"আরেকটু থাকো,আরেকটু পরে গেলে হয় না?"
পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলির একটি!!'🖤
তুমি পাশে থাকলে পৃথিবীর সবচেয়ে
সুখী মানুষ'টা আমি। ✨🌸
বিশ্বাস তাকেই করো ….!!
যে তোমাকে কষ্ট দিয়ে
নিজেকে অপরাধী মনে করে 🦋__🦋
ভালো তাকেই বাসো
যার ভিতরে সারাক্ষণ তোমাকে…!!
হারানোর ভয় থাকে .!!🦋💖🥀🥀💖
চোখ বুজলেই তোমায় দেখি
ভুলতে পারবো না আমি
তোমার ওই মায়াবী চোখ
আর
ঠোঁটের কোণের হাসি..!!🌺🥀
বেঁচে আছি যতদিন !!!
রেখে দিও ততদিন ...
হয়তো নিজের করে !!!
না হয় তোমার ওই কানের উপরের একগুচ্ছ
চুলের মতো করে...!!!🌺❣️🖤
হয় চোখের নিচের কাজল
নয়তো কপালের টিপ বানিয়ে নিয় আমায়
কারণ আমি ভালো করেই feel করতেছি
কোনোদিনও ভুলতে পারব না তোমায়..;!!🌺🥀😘
অনিদ্র সৌন্দর্য তোমার চাহনি
বোধ হয় এ ধরণী ....!
আগে কোথাও দেখিনি
তুমি হাসলে যেন হাসে চাদ 🌕
অমায়িক সে হাসিতে আমি হয়েছি বরবাদ 😦
মায়াবী সে হাসি দেখেছি আমি ।।☺️
এ আমার সৌভাগ্য....-
ভালোবাসি তোমায়....
তুমি ভালোবাসার যোগ্য...!🌺🥀❣️
শেষ কথা :
বন্ধুগণ আশা করে আজকের আমাদের এই আর্টিকেল থেকে আপনারা আপনাদের পছন্দমত ক্যাপশন পেয়ে গেছেন।। আপনারা আমাদের এই ক্যাপশনগুলো নিয়ে ফেসবুকে আপলোড করতে পারবেন।। আশা করি আপনাদের মনের মত ক্যাপশন গুলো হয়েছে।।
যদি আমাদেরকে ক্যাপশন গুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের মনের মত হয়। তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে ক্যাপশন গুলো শেয়ার করবেন।। আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন।। আমাদের এই কষ্টের স্বার্থক তখনই হবে যখন আপনাদের মনের মত আমরা ক্যাপশন দিতে পারব।
আরো পড়ুন: