মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকের আর্টিকেলটি হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম। আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনারা দেখলে কিভাবে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় সেই বিষয়ে ধারণা পাবেন।
আজকের এই আরটিকেল থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। একটি মেসেঞ্জার গ্রুপ খুব সহজেই আপনারা খুলতে পারবেন। এবং গ্রুপ খোলার পর কি কি করতে হয় সেটাও জানতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ আর্টিকেলটি দেখার জন্য । আজকের আর্টিকেল থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আর আপনাদের উপকার হলেই আমাদের কষ্টের সার্থক হয়।
মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম।
- বন্ধুরা আপনারা যখনই মেসেঞ্জার গ্রুপ খুলবেন সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। অবশ্যই যে আইডি দিয়ে আপনি গ্রুপ খুলবেন সে আইডির মেসেঞ্জার জন্য লগইন করা থাকে। আপনি প্রথমে আপনার মেসেঞ্জারটিতে প্রবেশ করুন।
- আপনি আপনার মেসেঞ্জারে প্রবেশ করে। তারপর একটু উপরে দেখুন পেন্সিলের মত একটি আইকন আছে। একটি গ্রুপ খোলার জন্য আপনাকে সেখানে একটি ক্লিক করতে হবে। পেন্সিলের মত আইকনে একটি ক্লিক করুন।
- তারপর দেখুন একটি অপশন আসবে গ্রুপ চ্যাট নামের একটি অপশন। আপনি চাইলে সেখান থেকে গ্রুপের নামটাও সিলেক্ট করতে পারবেন। আপনারা সেটা না করে গ্রুপ চ্যাট অপশনে একটা ক্লিক করুন।
- একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে সর্বনিম্ন দুইজন ব্যক্তিকে এড করতে হবে। আপনি কাকে কাকে গ্রুপে এড করতে চান তাদেরকে সিলেক্ট করুন। তারপর উপরে দেখুন ক্রিয়েট নামের একটি অপশন। আপনি ক্রিয়েটে একটি ক্লিক করে দেন।
- ক্রিয়েট এ ক্লিক করার পর আপনার গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার গ্রুপে সুন্দর একটি নামের প্রয়োজন আছে। সুন্দর একটি নাম দেওয়ার জন্য আপনি দেখুন আপনার যে গ্রুপ টি ক্রিয়েট হলো সেখানে দেখুন নেম নামের একটি অপশন আছে। আপনাকে আপনার গ্রুপ এর নাম দেওয়ার জন্য সেখানে একটি ক্লিক করতে হবে আপনি নেম নামের অপশনটাতে ক্লিক করুন।
- Edit Group Name নামের একটি অপশন চলে আসবে। সেখানে দেখুন আপনি যাকে যাকে এড করেছেন তাদের নাম দেওয়া আছে আপনাকে সেই নাম গুলো রিমুভ করতে হবে।
- আগে যেগুলো নাম ছিল সেগুলো রিমুভ করে দিয়ে আপনি সুন্দর একটি নাম দেন। সুন্দর একটি নাম দিয়ে নিচে দেখুন Save নামের একটি অপশন আছে আপনি সেখানে একটা ক্লিক করুন। আপনার নাম সেভ হয়ে যাবে।
- এখন আপনার গ্রুপে সুন্দর একটি পিকচার দিতে হবে। যদি আপনি পিকচার না দেন তাহলে যাদেরকে এড করবেন তাদের পিকচার দেখা যাবে। তখন গ্রুপটা সুন্দর দেখা যাবে না। গ্রুপটা সুন্দর দেখা জন্য আপনাকে পিকচার চেঞ্জ করতে হবে। ওইখানে দেখেন যার যার ছবি আছে ওখানে একটি ক্লিক করুন।
- ওইখানে একটি ক্লিক করার পর দেখবেন দুটি অপশন চলে আসবে। একটি হচ্ছে Take photo আর অন্যটি হচ্ছে Choose Photo . আপনি Choose Photo তে একটি ক্লিক করুন।
- ওইখানে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনি আপনার গ্যালারি থেকে সুন্দর একটি পিকচার সিলেক্ট করুন। পিকচার সিলেক্ট করার পর নিচে দেখুন তীরের মত একটি অপশন আছে সেখানে একটি ক্লিক করুন।
- তারপর আপনার পিকচারটি চলে আসবে। পিকচারটি সুন্দর করে বসিয়ে নিচে দেখুন সেভ নামের একটি অপশন চলে আসবে আপনি সেখানে একটি ক্লিক করুন। তারপর আপনার পিকচার কি সেভ হয়ে যাবে।
- সেভ এ ক্লিক করার পর আপনার গ্রুপটি তে আপনার পিকচারটি সিলেক্ট হয়ে যাবে। তখন দেখতে আপনার গ্রুপটি সুন্দর দেখা যাবে। তখন আর কারো ছবি থাকবে না সেখানে। আপনি যে পিকচারটি অ্যাড করলেন সেটি দেখা যাবে শুধু।
- এইভাবে গ্রুপ খুললে আপনার সুন্দর একটি গ্রুপ খোলা হয়ে যাবে। আপনার গ্রুপ খোলা যদি সঠিক না হয় তাহলে আপনি যাকে যাকে গ্রুপে এড দেবেন সে গ্রুপের থাকবে না লিভ নিয়ে চলে যাবে। সেই জন্য আপনাকে সুন্দর একটি গ্রুপ খুলতে হবে এবং সঠিক নিয়মে খুলতে হবে যেন গ্রুপটা সবাই পছন্দ করে। সুন্দর মত পিকচার দিবেন এবং সুন্দর মত সুন্দর করে একটি নাম ব্যবহার করবেন। যাতে গ্রুপটা আরো বেশি সুন্দর লাগে এবং মানুষ অন্যজনকে এড করতে পারে তাহলে আপনার গ্রুপটি সুন্দর দেখাবে এবং ভালো চলবে।
শেষ কথা:
বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এবং কিভাবে সঠিক নিয়মে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় সেই বিষয়ে ধারণা পেয়েছেন। আপনারা যদি সম্পূর্ণ আর্টিকেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন সঠিক নিয়মে।
বন্ধুগণ আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং আপনাকে উপকৃত করে তাহলে আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তারাও যেন সঠিক নিয়মে মেসেঞ্জার গ্রুপ খুলতে পারে। ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুন