কিভাবে ফেসবুক নাম চেঞ্জ করবো

কিভাবে ফেসবুক নাম চেঞ্জ করে

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিবারের মতো আজকের নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম আমরা। আজকের আর্টিকেলে দেখানো হবে কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয়। এবং কিভাবে ফেসবুক নিক নাম দিতে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে।

আশা করি আজকের আর্টিকেলটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং ফেসবুকের নাম চেঞ্জ কিভাবে করতে হয় সেটি জানতে পারবেন। আপনারা উপকৃত হলে আমাদের কষ্টের সার্থক হয়।

প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের নাম চেঞ্জ করতে পারেন না। তাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটা আর্টিকেল। ফেসবুক হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম যার মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলা থেকে শুরু করে সব রকম সুবিধা পাওয়া যায়। ফেসবুক চালাতে হলে সর্বপ্রথম আপনাকে একটা একাউন্ট খুলতে হবে কারণ অ্যাকাউন্ট না খুললে ফেসবুক চালানো সম্ভব নয়। আর আপনি যখন একটা একাউন্ট খুলবেন তখনই আপনার একটা নামের প্রয়োজন আছে। অনেকে আছে ফেসবুক খুলতে পারেন না অন্যের কাছ থেকে ফেসবুক খুলে নেন তারা কিভাবে নাম চেঞ্জ করে সেটি জানেন না। আজকে আমি ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করে সেটি দেখাবো এবং আপনাদেরকে প্রতিটা পয়েন্ট অনুযায়ী বোঝানোর চেষ্টা করব।

ফেসবুক যেমন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম তেমনই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সুন্দর করে আপনার একটা সুন্দর নাম। তার অনেকেই আছেন নানা ধরনের নাম দিয়ে থাকে পরে আবার সেই নামটি চেঞ্জ করতে চান কিন্তু পারেন না। আর না পারলেও কোন সমস্যা নেই আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে একটা সুন্দর নাম দিতে হয় এবং সেই সাথে দেখাবো কিভাবে আপনি আপনার সুন্দর নামের পাশে নিক নেম লিখবেন অনেক ফেসবুকে আছে দেখতে পারেন তাদের নামের পাশে সুন্দর করে কিছু নিকনেম দেওয়া থাকে আজকে সেটা আপনারা দিতে পারবেন।

ফেসবুক নাম চেঞ্জ করা 


  • ফেসবুকের নাম চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনাকে facebook অ্যাপটি ওপেন করতে হবে। এবং আপনার যে প্রোফাইলটা আছে সেটাতে ক্লিক করতে হবে এবং আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে প্রোফাইলে দেখবেন আপনার নামটা দেওয়া আছে এখন আপনি ওই নামটা রাখবেন না নামটা চেঞ্জ করে দিবেন সেই জন্য আপনাকে ওইখান থেকে ব্যাক দিতে হবে। ওইখান থেকে ওইখান থেকে ব্যাক দিয়ে আপনি দেখবেন আপনার ফোনের ডান সাইডে থ্রি ডট অপশন আছে সেখানে আপনাকে একটা ক্লিক করতে হবে।

  • অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা একটু নিচে যাবেন। ওইখানে দেখবেন লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি । সেটিং এন্ড প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা দেখবেন প্রথমে বা দুই নাম্বারে সেটিং নামে একটা অপশন আছে আপনার ওই সেটিং নামে অপশনটাতে ক্লিক করবেন।

  • সেটিং অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে নিচে। আপনারা দেখবেন লেখা আছে পার্সোনাল এন্ড একাউন্ট ইনফরমেশন। আপনারা সেইখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখবেন ওইখানে কিছু অপশন আছে। নেম আছে ইমেইল আছে ফোন নাম্বার আছে অ্যাড্রেস আছে।

  • আপনারা সেখান থেকে নেম অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওইখানে চলে আসবে ফাস্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আপনার নামটা আপনি কিভাবে দিবেন সেই জন্য আপনার নামটি যদি তিন ওয়াট বিশিষ্ট হয় তাহলে আপনি প্রথম অংশটুকু ফাস্ট নেমে দিবেন এবং মাঝের যে অংশটুকু থাকে সেটুকু মিডিল নেমে দিবেন। এবং আপনার নামে শেষ যেটুকু আছে সেটুকু দেবেন লাস্ট নেমে।

  • তারপরে দেখবেন নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ। আপনারা রিভিউ চেঞ্জ ওই অপশনটাতে একটা ক্লিক করবেন। ওইখানে দেখবেন দুটো অপশন আছে আপনার নামটা একটা আছে সোজা দিক দিয়ে মানে যেটা আপনি লিখছেন এবং অন্যটি আছে উল্টো দিক দিয়ে মানে যেটা আপনি লেখেন নাই। এখন আপনাকে মনে রাখতে হবে যেটা আপনি সঠিকভাবে লিখেছেন সেইখানে একটা টিক চিহ্ন দিতে হবে। ওইখানে টিক চিহ্ন দিয়ে আপনাকে দেখতে হবে আপনার নামটা তে কোন সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে আপনারা সেটাকে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ সেভ চেঞ্জ করার জন্য নিচে দেখুন সেভ চেঞ্জ নামে একটি অপশন আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে।

  • সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার আগে দেখুন নিচে একটা ফাঁকা ঘর আছে এবং সেখানে লেখা আছে। প্লিজ ইন্টেরিয়র ফেসবুক পাসওয়ার্ড। কারণ নাম চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। কারন নাম চেঞ্জ এর ক্ষেত্রে ফেসবুক পাসওয়ার্ডটি খুবই জরুরী এবং আপনার একাউন্টে আপনার আওতায় রাখতে হলে অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি ওইখানে বসিয়ে দিন ওই ফাঁকা ঘরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি নিচে দেখেন সেভ চেন্স অপশনে একটা ক্লিক করতে হবে। মনে রাখতে হবে আপনার পাসওয়ার্ডটি যেন কোন ভুল পাসওয়ার্ড না হয় সঠিক পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে।

  • সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনারা যে নামটি দিয়েছেন সেই নামটি সেভ হয়ে যাবে। আপনারা ওইখানে সাকসেস দেখাইলে ওইখান থেকে ব্যাক করবেন। ওইখান থেকে ব্যাক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। একাউন্টে যাইতে হলে আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। আপনার প্রোফাইলে ক্লিক করার পর আপনি একবার আপনার প্রোফাইলটি রিফ্রেস মারুন। রিফ্রেস মারার পর আপনার প্রোফাইল দেখতে পারবেন আপনার নাম চেঞ্জ হয়ে গেছে।

ফেসবুক নিক নেম দেওয়া 


  • আপনি ফেসবুকে নিক নেম কিভাবে দেবেন সেজন্য আপনাকে ফেসবুকে ওপেন করতে হবে এবং উপরে যে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে আপনি সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর উপরে সেটিং নামে একটা অপশন চলে আসবে। সেটিং নামে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামের একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন।

  • পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপসনে ক্লিক করলে আপনি দেখবেন যেভাবে আপনার নাম চেঞ্জ করলেন সেই রকম অপশন চলে আসবে। আপনি ওইখান থেকে নেমে ক্লিক করবেন মেমে ক্লিক করার পর আপনি যেভাবে নাম চেঞ্জ করলেন ঠিক সেই অপশন গুলো চলে আসবে আপনার ওইখানে কিছু করবেন না। একটু নিচে খেয়াল করে দেখেন আদার্স নেম নামে একটা অপশন আছে আপনারা সেই অপশনে ক্লিক করুন। আদার্স নেম নামে অপশন এ ক্লিক করলে দেখুন কিছু অপশন চলে আসছে।

  • নেম টাইপ যে অপশনটা আছে সেটাতে আপনারা নিকনেম সিলেক্ট করে দেন। তারপর নিচে দেওয়া আছে হোয়াট ইজ ইওর নিক নেম মানে আপনার নিক নেম টা কি দিতে চান সেটা লিখুন। উইনিক নেমে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের কীবোর্ড চলে আসবে। আপনাদের ফোনের কিবোর্ড আসার পর আপনারা কি ধরনের নিকনেম ব্যবহার করতে চান সেই রকম একটা নিকনেম লিখুন।

  • আপনারা অনেক ধরনের নিক নেম লিখতে পারেন।যেমন (Bad Boy) তারপর (Gentle Devil)
  • বা (Patlu ) এবং আরো অসংখ্য নেম আছে আপনারা সেই গুলো ব্যবহার। শুধু ইংরেজি দিয়েই নয় আপনারা নিক নেম গুলো বাংলা দিয়ে লিখতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেই নামটা আপনারা দিবেন। শুধু এই ধরনের নামই নয় আপনাদের নাম যদি অনেক বড় হয়ে থাকে অনেক বড় আকারের নাম হয় তাহলে আপনারা আপনাদের যে ডাক নামটি আছে সেইটু ব্যবহার করতে পারেন এই জায়গায় এবং সেইটা ব্যবহার করাই উত্তম হয়।

  • নিকনেম অপশনটাতে আপনারা আপনাদের পছন্দ মতন নিক নেম টি লিখে তারপর দেখেন নিচে show at top of profile লেখা আছে সেখানে একটা বৃত্ত চিহ্ন আছে আপনারা সেই বৃদ্ধ চিহ্নে ক্লিক করেন এবং সেটা টিক চিহ্ন দিয়ে দেন।

  • আপনাদের বিত্ত চিহ্নটা টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে নিচে দেখেন লেখা আছে other names are always public and help people find you on Facebook. দেখবেন ওইখানে দুটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে Save আর অন্যটি হচ্ছে Cancel । তো আপনারা ওইখানে ক্যান্সেলে ক্লিক করবেন না ক্যান্সেল ক্লিক করলে আপনাদের যে নেমটা ব্যবহার করেছেন সেটা চলে যাবে। আপনারাSave অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাবে। সেইখানে আপনারা কিছু ক্লিক করবেন না।
ওইখানে থেকে ব্যাক দিয়ে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইল দেখে একবার রিফ্রেস মারবেন রিফ্রেস মারার পর দেখবেন আপনার নামটি অল রেডি এট হয়ে গেছে।

কত দিন পর পর ফেসবুক নাম চেঞ্জ করা যায়


আর একটা কথা মনে রাখবেন আপনি যে নামটা চেঞ্জ করলেন সেটি ৬০ দিনের আগে আর চেঞ্জ করতে পারবেন না সেই জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে নামটি যেন কোন ভুল না হয় যদি ভুল হয়ে যায় তাহলে ৬০ দিন আপনার ওই ভুল নাম দিয়ে ফেসবুক একাউন্টে চালাতে হবে।

ফেসবুক যেহেতু বর্তমান সময়ে জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম। আমাদের দেশের অধিকাংশেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। আমাদের আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাই ফেসবুক ব্যবহার করে থাকেন। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে ফেসবুক নামটি যেন সুন্দর হয়। এবং সেই সাথে একটা সুন্দর নিকনেম ব্যবহার করতে হবে যাতে করে প্রোফাইল টা সুন্দর দেখা যায়।

ফেসবুক সম্পর্কে অজানা তথ্য 


  • ফেসবুক হল বিশ্বের সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি সাইট। ফেসবুকের স্লোগান হলো beconnected ফেসবুক প্রতিষ্ঠা করা হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪ সাল। ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ।

  • ফেসবুক প্রতিটি দেশ ব্যবহার করলেও দুটি দেশ ব্যবহার করে না । চীন ও উত্তর- কোরিয়া । বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি জরিমানা রেকর্ড ফেসবুকের। যার পরিমাণ হলো ৫০০ কোটি ডলার।

  • ২০০৪ সাল থেকে ফেসবুকে এই ১৯ বছরের যাত্রা পথ খুব একটা সহজ ছিল না। আপনি একটা বিষয় জানলে খুবই অবাক হবেন। আপনি চাইলেও মার্ক জুকারবার্গ কে কখনোই ব্লক করতে পারবেন না। আপনি আপনার ফ্রেন্ডলিস্টের প্রতিটা ফ্রেন্ডকে ব্লক করতে পারলেও আপনি মার্ক জুকারবার্গ কে ব্লক করতে পারবেন না।

  • আপনার ফেসবুক এখন যে লাইক বাটনটি দেখেন সেটি একসময় লাইক বাটন ছিল না। ২০০৭ সালের আগে এটি ছিল awesome button . ২০০৭ সালের পর মার্ক জুকারবার্গ এটি পরিবর্তন করে নাম দেন Like button.।

সারা বিশ্বের বর্তমান জনসংখ্যা ৭.৫ বিলিয়ন । আর ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা ২.৪ বিলিয়ন ফেসবুকে প্রতি ২০ মিনিটের মাথায় ফটো আপলোড হয় 2 million 3 Thousand. এবং ঘন্টায় আপলোড হয় এর তিনগুণ। তাহলে একবার ভাবেন তো এই ফেসবুকে দিনে বা মাসে কত ফটো আপলোড হয় এটা ভাবতে গেলে মাথা ঘুরে যাবে। 

শেষ কথা

আশা করি আজকের আর্টিকেলটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। জানতে পেরেছেন কি ভাবে নাম চেঞ্জ করতে হয়
সুন্দর একটা নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুন্দর করতে পারবেন
আর বন্ধুরা আজকের এই পোস্ট টি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

আরো পড়ুন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url