কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

 

কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর আর্টিকেল। আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে ফেসবুক পেজ খোলার নিয়ম।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আপনাদের উপকৃত করাই আমাদের পরিশ্রমের সার্থক।


ফেসবুক পেজ খোলার নিয়ম :

facebook বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে মানুষ অনেক ভাবে টাকা ইনকাম করে থাকেন। বিশেষ করে যাদের পেজ আছে তারা টাকা ইনকাম করে থাকেন। ফেসবুক পেজ খোলার জন্য আপনার প্রয়োজন একটি ফেসবুক একাউন্ট। সারা বিশ্বজুড়ে ফেসবুকের ছড়াছড়ি। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এর জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশ এবং ভারতে ফেসবুক পেজ থেকে অনেক মানুষ ইনকাম করে থাকেন।


ফেসবুক পেজ খোলার নিয়ম


আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলতে হবে। আপনার অরজিনাল যে ফেসবুক আইডিটি আছে সেটি আপনার ফোনে অবশ্যই লগইন করতে হবে।


একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যে আইডি দিয়ে পেজটি খুলতে চান সেই আইডিটি অবশ্যই আপনার প্রফেশনাল একটা আইডি হতে হবে। কেননা যে আইডি দিয়ে পেজ খুলবেন সে আইডি যদি হারিয়ে যায় পরবর্তী সময় আপনি আপনার পেজটা খুঁজে পাবেন না।


  • ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার একটি ফেসবুক একাউন্ট খুলতে হবে। আর অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। ফেসবুক পেজ খোলার জন্য আপনার facebook অ্যাপটি ওপেন করেন।


  • আপনার অরজিনাল আইডিটি আপনি আগে ফোনে লগইন করুন। একটু উপরের লক্ষ্য করে দেখেন থ্রি ডট একটি অপশন আছে একটি আইকন আছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। একটা প্রফেশনাল ফেসবুক খোলার জন্য।


  • ৩ ডট এ ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন পেজ লেখা একটা ইন্টারফেস আছে। ওই পেজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে। আপনিও একটু উপরে খেয়াল করে দেখেন বাম দিকে একটা ক্রিয়েট লেখা আছে। আপনি ক্রিয়েট লেখাতে একটা ক্লিক করুন।


  • ক্রিয়েটে ক্লিক করার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। একটু নিচে খেয়াল করে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশন আছে। সেখানে একটা ক্লিক করে দেন। গেটস্টাডে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে পেজের নামে।


  • আপনি আপনার পেজের কি নাম দিতে চান সেই নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন তো আপনি পেজের মধ্যে কোন ধরনের ভিডিও ছাড়বেন ফানি, ইন্টারটেইনমেন্ট, স্যাট, আপনি যে ধরনের ভিডিও ছাড়বেন সেই রকম একটা নাম দিয়ে দেন।


  • নাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার নামটি যেন বড় হাতের কোন লেটার না হয়। প্রথমটি বড় হাতের লেটার দিয়ে আর বাকি সবগুলো ছোট হাতের লেটার দিতে হবে। আর যদি আপনি বাংলাতে দেন তাহলে কোন সমস্যা নেই।


  • আপনি আপনার পছন্দমত একটা নাম দিয়ে নেক্সট এ ক্লিক করে দেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে ক্যাটাগরি। আপনি যে পেজটা খুলতেছেন সেই পেজটি কোন ক্যাটাগরির হবে।


  • আপনি যদি খেলাধুলার ভিডিও ছাড়তে চান তাহলে আপনাকে ভিডিও গেমস দিতে হবে। এবং আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড অনুযায়ী আপনাকে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি দিয়ে আপনি ক্রেটে ক্লিক করে দেন। নিচে দেখুন ক্রিয়েট নামে অপশন আছে সেটাতে ক্লিক করে দেন।


  • ক্রিটে ক্লিক করার পর একটু লোড নেবে। নোট নেওয়ার পর অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। দেখবেন বায়ো দেওয়া আছে আপনি আপনার পছন্দমত বায়োটা দিয়ে নিবেন। এবং নিজে দেখবেন অনেকগুলো সাজেস্ট করতেছে সাজানোর জন্য।


  • আপনি আপনার পছন্দমত সাজিয়ে নেবেন। এড্রেস ইমেইল যা যা চায় আপনি সেগুলো আপনার মত করে দিয়ে দিবেন। কারণ সেগুলোর উপরে আপনার পেজের সৌন্দর্য নির্ভর করবে। অবশ্যই আপনাকে সেগুলো সুন্দর করে দিতে হবে। আপনি চাইলে সেগুলো পরেও দিতে পারবেন পেইজ ক্রিয়েট হওয়ার পরে এডিট করে দিতে পারবেন।


  • নিচে দেখেন নেক্সট নামে একটি অপশন আছে আপনি সেটাতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলটি চলে আসবে। প্রোফাইলটি চলে আসার পর আপনি নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন আছে নেক্সট আপনি ক্লিক করে দিবেন।


  • নেক্সট এ ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানে আপনার কন্টাক্ট নাম্বার দিতে হবে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। যেন আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারে। আর আপনি যদি আপনার কন্টাক্ট নাম্বার দিতে না চান তাহলে দেখেন নিচে স্কিপ নামে একটি অপশন আছে আপনি স্কিপে ক্লিক করে দেন।


  • স্কিপ এ ক্লিক করার পর ইনভাইট নামে একটি অপশন চলে আসবে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। ইনভাইট এ ক্লিক করলে আপনার ফ্রেন্ডদের মাঝে একটি নোটিফিকেশন যাবে এবং তারা ফলো দিতে পারবে। তারপর দেখেন নিচে নেক্সট নামে একটি অপশন আছে নেক্সট এ ক্লিক করে দেন।


  • নেক্সট এ ক্লিক করার পর যে ইন্টারফেস্টে চলে আসবে। ওইখানে দেখেন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল নামের একটি অপশন আছে। ওই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। আর বাকি যেগুলা আছে সেগুলো যেমন আছে তেমনই থাকবে। তারপর নেক্সট এ ক্লিক করে দেন।


  • নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর বিজনেস সেটের মতো একটি অপশন আসবে আপনি নিচে দেখুন Done লেখা একটি অপশন আছে আপনি Done ক্লিক করে দিন। Done ক্লিক করার পর আপনি যে ফিস্টি খুললেন সেটা একটু লোডিং নেওয়ার পর আপনাকে আপনার পেইজে নিয়ে যাবে।


পেজ ক্রিয়েট করার পরে এডিট


  • একদম আপনাকে আপনার পেজের প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে যাওয়ার পর যেটা যেটা পারমিশন পাবে অবশ্যই সেটা দিয়ে দিবেন। আপনি যদি পেজটিকে আরো এডিট করতে চান তাহলে আপনি এবাউট অপশনে ক্লিক করুন।


  • এবাউট অপশন এ ক্লিক করার পর দেখবেন আপনি কি কি এডিট করছেন এবং কি কি বাকি আছে সেগুলো চলে আসবে। আপনি যেটা যেটা এডিট করা বাকি রেখেছেন সেটা সেটা ধীরে ধীরে এডিট করে নিবেন। সবগুলার ডিটেলস আপনি সেখান থেকে এড করতে পারবেন।


  • আপনি চাইলে ধীরে ধীরে আপনার প্রোফাইল পিক কভার ফটো সেগুলো আপলোড করতে পারবেন। যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রকম কিছু পিকচার সিলেক্ট করে কভার ফটো বানিয়ে নেবেন এবং প্রোফাইল পিকটা সুন্দর একটি পিকচার দেবেন।


  • পেজ যদি আপনি সঠিক নিয়মে সুন্দর ভাবে এডিট না করেন তাহলে আপনার পেজ মনিটাইজেশন হবে না আর মনিটাইজেশন না হলে আপনি পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তাই সবসময় মনে রাখতে হবে ইডিট যেন সুন্দর হয়।


  • এবাউট অপশনে ক্লিক করলে আপনি ওইখান থেকে বায়ো দিতে পারবেন আপনার ফোন নাম্বার দিতে পারবেন। আপনার অ্যাড্রেস দিতে পারবেন আপনি কোন স্কুল বা কলেজ থেকে লেখাপড়া করছেন বা করতেছেন সেটা দিতে পারবেন। আপনার ইমেইল এড্রেস দিতে পারবেন।


আর আপনি কন্টাক্ট নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন কেননা আপনার সাথে যারা যোগাযোগ করতে যাবে তারা যেন আপনার whatsapp এ নক দিতে পারে। আপনার সম্পর্কে কারো জানার থাকলে তাহলে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে।


ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি লগ ইন ও লগ আউট করা


আপনি কিভাবে আপনার ফেসবুক আইডি থেকে আপনার ফেসবুক পেজে ঢুকবেন। আপনারা যেহেতু ফেসবুক আইডি সব সময় চালান সেই কারণে ফেসবুক আইডিটি বেশি লগইন করা থাকে ফোনের মধ্যে। ফেসবুক পেজ আমরা খুব কম ব্যবহার করে থাকি। যখন কোন ভিডিও ছাড়ার প্রয়োজন হয় বা কোন পিক ছাড়ার প্রয়োজন হয় তখন আমরা ফেসবুক পেজে ঢুকি। ফেসবুক পেজে ঢুকব কিভাবে সেই কারণে আমাকে ফেসবুক আইডিটি লক আউট করতে হবে এবং ফেসবুক পেজ লগইন করতে হবে।


  • ফেসবুক আইডি লগআউট করতে হলে আপনাকে উপরের থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন দুটো গোল দাগ চিহ্ন আছে। একটিতে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার আছে এবং অন্যটিতে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার আছে।


  • আপনার ফোনে যদি ফেসবুক আইডিটি লগইন থাকে তাহলে আপনি ফেসবুক পেজে যে প্রোফাইল পিকটি আছে সেটাতে ক্লিক করবেন। তাহলে আপনার facebook টি লগ আউট হবে এবং পেজটি লগইন হবে। পেজ লগইন করে আপনারা ভিডিও বা পিকচার পোস্ট করতে পারবেন।


ফেসবুক পেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা 


ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে আজকে এই আলোচনা। আপনারা যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ফেসবুক পেজ খুব সহজেই খুলতে পারবেন।


বর্তমান সময়ে চাকরির বাজার অনেক গরম থাকার কারণে অধিকাংশ ছেলেরাই এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকে। কারণ কন্টেন ক্রিয়েটিং করলে কারো অধীনে কাজ করা লাগে না।


বর্তমান কনটেন্ট ক্রিয়েটিং অনেক বেড়ে গেছে কারণ এটি একটি স্বাধীন পেশা। আপনার যখন যা মনে হবে সেটাই করতে পারবেন। আপনার ইচ্ছা হলে ভিডিও করবেন ইচ্ছা না হলে করবেন না। আপনাকে কেউ জোর করবে না। সেই জন্য কনটেন্ট ক্রিয়েটিং এর এই পেশাকে বলা হয় স্বাধীন পেশা।


কন্টেন ক্রিয়েটিং করে বর্তমানে অনেক বেকার ছেলে তার পরিবারকে চালাচ্ছে। আপনি যখন ভিডিও ছাড়বেন আপনার সেই ভিডিওতে যখন মিলিয়ন মিলিয়ন ভিউ করবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু ফলোয়ার হবে তখন আপনার পেজটি মনিটাইজেশন হয়ে যাবে।


আর একটা পেজ যখন মনিটাইজেশন হয়ে যায় তখন তার পিছন ফিরে তাকানো লাগে না। কেননা কন্টেন ক্রিয়েটিং করে অনেক টাকা উপার্জন করা যায়। সেজন্য বর্তমান সময়ে অধিকাংশ ছেলে মেয়ে এই কনটেন্ট ক্রিয়েটিং এর প্রতি যোগ দিচ্ছে।


আরেকটা পেজ দাঁড় করাতে হলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে একটা পেজ ক্রিয়েট করতে হবে। যা আজকের এই পোস্ট থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটা পেজ সঠিক নিয়মে ক্রিয়েট করতে হয়।


শেষ কথা:


আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা কিভাবে সঠিক পেজ সঠিক খুলতে হয় সেই বিষয়ে ধারণা পেয়ে গেছেন। একটা পেজ খুলতে হলে কি কি করতে হয় সেই সম্পর্কেও ধারণা পেয়েছেন। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা অনেক উপকৃত হবেন।


বন্ধুগণ আমাদের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।

আরো পড়ুন

মেসেঞ্জারে মেয়ে পটানোর কৌশল 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url