ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা আর্টিকেল যার মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়।
আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। এবং ফেসবুকে পোস্ট করার সঠিক নিয়ম। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনার অনেক উপকৃত হবেন। আপনার উপকৃত হলেই আমাদের কষ্টের সার্থক।
আপনি যখনই ফেসবুকে যেকোনো ধরনের ছবি আপলোড দেবেন তখনই আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ফেসবুক অ্যাপ। প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যখন একাউন্ট খোলা হয়ে যাবে তখন সেখানে পিক আপলোড করতে হবে। যদি পিক আপলোড না করা হয় তাহলে আপনাকে কেউ চিনতে পারবে না। আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেন তখন আপনার পিক দেখাবে না। আর যখন কেউ আপনাকে চিনতে পারবে না তখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট টা তারা একসেপ্ট করবে না। বর্তমান সময়ে ফেসবুকটা হচ্ছে সামাজিক যোগাযোগের সবথেকে বড় একটি মাধ্যম। এই ফেসবুক বর্তমান সময়ে প্রতিটি মানুষই ইউজ করে থাকেন। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই এখন এই এই মাধ্যমটি ব্যবহার করে থাকেন যোগাযোগের জন্য। তাই যখনই আপনি আপনার কোন আত্মীয়কে ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেন তারা আপনাকে চিনতে পারবে না এবং আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট টা একসেপ্ট করবে না। কাজেই আপনাকে সুন্দর একটি প্রোফাইল পিক দিতে হবে যাতে করে আপনাকে চিনতে পারে।
আপনি যখন ফেসবুকে ফটো আপলোড করবেন। তার আগে আপনাকে ফেসবুকে একটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। কারণ আপনি যখন ই একটা ছবি পোস্ট করবেন তার আগে আপনার নিজস্ব প্রোফাইলে আপনাকে ঢুকতে হবে।
স্ট্যাটাস লিখে পোস্ট করা
- প্রোফাইলে ঢোকার পর একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন What is your mind? লেখা আছে আপনি সেইখানে চাপ দিবেন। ওইখানে চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে কিভাবে পোস্ট করবেন সেইখানে। এখন আপনি কি পোস্ট করবেন কোন পিকচার পোস্ট করবেন নাকি শুধু স্ট্যাটাস লিখবেন।
- যদি আপনি স্ট্যাটাস লিখতে চান সেই ক্ষেত্রে What is your mind? লেখা যেখানে আছে সেখানে সুন্দর করে লিখতে পারবেন। যখন লেখা শেষ হয়ে যাবে তখন দেখবেন উপরে Next নামের একটা অপশন আছে আপনি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখবেন উপরে পোস্ট নামে একটা লেখা আছে আপনি পোস্টে ক্লিক করে দিবেন। যখনই আপনি পোস্টে ক্লিক করে দিবেন একটু সময়ের মধ্যেই আপনার সেই পোস্টটি হয়ে যাবে।
ছবি বা ভিডিও পোস্ট করা
- আপনি যদি কোন ছবি বা ভিডিও পোস্ট করতে চান তাহলে আপনাকে তার নিচে একটু খেয়াল করতে হবে। ওইখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে সর্বপ্রথম যে অপশন আছে পিকচার এন্ড ভিডিও আপনি সেখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি যে পিকচারটা বা যে ভিডিওটা পোস্ট করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পিকটা সামনে চলে আসবে। আপনি যদি পিকটা কে একটু কাটাকাটি করে সুন্দর করে পোস্ট করতে চান তাহলে আপনাকে পিকটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে দেখবেন ক্রোপ নামের একটা অপশন আছে আপনি সেই অপশনে একটা চাপ দিবেন। ওইখানে চাপ দিলে আপনার পিকটা আপনি আপনার পছন্দমত ক্রোপ করে নিতে পারবেন।
- ক্রোপ করা শেষ হলে উপরে সেভ অপশনে একটা ক্লিক করবেন। বাস আপনার পিকটা ক্রুপ করা হয়ে গেল। তারপর আপনি পিকের উপরে যদি কোন কিছু স্ট্যাটাস দিতে চান তাহলে আপনি উপরে দেখবেন About লেখা আছে সেইখানে একটা ক্লিক করে আপনি আপনার যা ভালো লাগে বা আপনার যা মনে চায় সেটা লিখতে পারেন সেটা লেখা শেষ হয়ে গেলে আপনি উপরে দেখবেন Next নামের একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর একটু উপরে দেখবেন পোস্ট নামে একটা অপশন চলে এসেছে আপনি পোস্ট লেখা একটা ক্লিক করুন। পোস্ট লেখায় ক্লিক হয়ে গেলে পোস্ট হয়ে গেল।
এখন আপনি আপনার প্রোফাইলে ঢুকুন প্রোফাইলে ঢুকে দেখতে পারবেন আপনার পিকটি পোস্ট হয়ে গেছে বা যদি কোন স্ট্যাটাস পোস্ট করতে চান সেটিও হয়ে গেছে।
পোস্ট করার পরে এডিট করা
- আপনি যদি কোন ছবি বা কোন স্ট্যাটাস পোস্ট করেন সেখানে যদি কোন বানান ভুল বা পিকের কোন সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি সেটিকে ভালোভাবে আবার এডিট করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে আপনি যে পোস্টটা করলেন তার সাইডেই দেখবেন 3 ডট চিহ্ন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। আপনি দুই বা তিন নাম্বারে দেখতে পারবেন ইডিট নামে একটি অপশন আছে আপনি সেটাতে ক্লিক করুন। এবং আপনার যেখানে সমস্যা হয়েছে সেই জিনিসটি ভালোভাবে ঠিক করে নেন।
- আপনার পোস্টটির সমস্যা যদি সমাধান হয়ে যায় তখন আপনি ওই পোস্টটি আবার পাবলিক করতে পারবেন ঐখানে সেভ অপশন আছে সেভ অপশনে একটা ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার পোস্টটি আবার সুন্দর করে হয়ে যাবে। আপনি আপনার প্রোফাইলে এসে একবার রিফ্রেস মারুন refresh মারলে আপনি দেখতে পারবেন আপনার পোষ্টের মধ্যে যে সমস্যা ছিল এবং আপনি যে সমস্যাটা ঠিক করলেন যেটা আপনি সঠিক লিখছেন বা সঠিকভাবে ভালো করলেন সেটা চলে এসেছে ।
পোস্ট Public করতে হয় কি ভাবে
আপনি আপনার পছন্দ মতন একটি ছবি বা একটি স্ট্যাটাস আপলোড করার পর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পোস্টটিকি পাবলিক হয়েছে। যদি আপনার পোস্টি Public না হয়ে থাকে তাহলে সেই পোস্টটি কেউ দেখবে না।
- আপনি যে পোস্টটি করলেন সেই পোস্টে পাবলিক করার জন্য আপনি যেখানে পোস্ট লিখবেন বা যেখান থেকে ছবি নিবেন তারও একটু উপরেই দেখবেন তিনটি দেখবেন তিনটি অপশন আছে। সেখানে আপনি Public নামে যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক করুন । আপনার পোস্টটি যদি Public করা না থাকে তাহলে Public অপশন আসবে না এখানে Public অপশন না আসে friend বা Only me অপশন আসবে ।
- এখন আপনি আপনার পোস্টটি কি করতে চান যদি আপনি বলেন না যারা শুধু আমার ফ্রেন্ড তারাই দেখতে পারবে পিক তাহলে আপনাকে ফ্রেন্ডস করে দিতে হবে। আর যখন ফ্রেন্ডস করে দিবেন তখন আপনার পোস্টটি আপনার ফেসবুকের বন্ধুগুলো ছাড়া আর কেউ সেটি দেখতে পারবেনা। শুধু আপনার সাথে যারা ফ্রেন্ড এড হবে তারাই আপনার প্রোফাইলে ঢুকে আপনার পিক গুলো দেখতে পারবে তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না।
- আর যখনই Public করে দিবেন তখন আপনার পোস্টটা সবাই দেখতে পারবে। এবং সবাই লাইক কমেন্ট করতে পারবে। public করার পর আপনার পোস্টে অনেক লাইক কমেন্ট পড়বে। আর যদি আপনি সেটি না করে শুধু ফ্রেন্ডস দিয়ে রাখেন তাহলে আপনার পোস্টটি শুধু আপনার বন্ধুগুলোই দেখতে পারবে এবং তারাই লাইক কমেন্ট করতে পারবে।
- আর যদি আপনি only me দিয়ে রাখেন তাহলে আপনার পোস্টটি আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না। only me যদি দিয়ে রাখেন তাহলে আপনি ভালো কিছু পোস্ট করলেও সেটি আর অন্য কেউ দেখতে পারবেন না এবং আপনি ছাড়া সেই পোস্টটিতে কেউ লাইক কমেন্ট বা শেয়ার করতে পারবেনা। যদি আপনার প্রোফাইলে কেউ ঢুকে তাহলে আপনার প্রোফাইল লক দেখাবে।
সেই জন্য আপনি যখন কিছু পোস্ট করবেন তখন অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার পোস্টটা যেন public হয়। আপনার পোস্ট মানুষ দেখলে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং রিয়েক্ট দিবে। তাই কাজে ই যখনই কিছু পোস্ট করবেন তখনই পোস্টটাকে Public করে দিবেন।
ছবি পোস্ট করার পর রিমুভ করা
- আপনি একটা ছবি পোস্ট করলেন এখন আপনি চান যে আপনার পোস্টটা রিমুভ করে দিতে। কারণ পোস্টটা যেন কেউ না দেখে। পোস্টার রিমুভ করতে হলে যে পোস্টটা ডিলিট করবেন ওই পোস্টের উপরে দেখবেন ৩ ডট অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন Move to trash নামে একটি অপশন আছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
Move to trash করার পর আপনি আপনার যে পোস্টটি ডিলিট করতে চান বা রিমুভ করতে চান সেই পোস্টটি রিমুভ হয়ে যাবে। সেই পোস্টে কোথাও থাকবে না বা আপনার কোন ফেসবুক ফ্রেন্ড আপনার প্রোফাইলে ঢুকলে সেই পিকটি আর খুঁজে পাবে না।
ছবি ছাড়ার পর Hight করে রাখা
বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে আপনার পছন্দের কোনো ছবি বা কোন স্ট্যাটাস আপলোড দেওয়ার পর বাজে কোন কমেন্ট আসলে বা বাজে কোন রিয়েক্ট করলে সেই পোস্টটি ডিলিট করে দিতে চান বা রিমুভ করে দিতে চান। আপনারা চাইলে আপনাদের সেই পোস্টটি ডিলেট বা রিমুভ না করে আপনার একাউন্টেই রেখে দিতে পারবেন।
- সেজন্য আপনাকে ছোট্ট একটু কাজ করতে হবে আপনার পোস্টটাকে Hight করে রাখতে হবে। পোস্ট Hight করার জন্য আপনার পোস্টের উপরে। মানে যে পোস্টটি আপনি Hight করতে চান সেই পোষ্টের উপরে থ্রি ডট এ ক্লিক করুন। থ্রি ডট এ ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে আপনি Edit privacy অপশনে ক্লিক করুন তারপর একটু নিচে এসে দেখুন only me লেখা আছে সেইখানে একটা ক্লিক করুন। বাস আপনার পিকটি বা আপনার পোস্টটি এখন আর কেউ দেখতে পারবে না আপনি ছাড়া।
এখন যদি কেউ আপনার প্রোফাইলে ঢুকে আপনার সব পোস্ট ঘাটাঘাটি করে তাও আর আপনি যে পিকচারটি বা যে পোস্টটি only me করে রাখলে সেটি দেখতে পারবেনা।কারন আপনার পোস্ট যখনই only me করে দেবেন তখন ওই পোস্টটি আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না । অন্যজনের ফোনে দেখাবে আপনার ওই পোস্টটি নাই। কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টটি আছে।
ফেসবুক চালানোর সুবিধা
ফেসবুক যেমন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ঠিক তেমনি ফেসবুক হচ্ছে বিনোদনের একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে একেকজনের একেক রকমের পোস্ট করা যায় এবং ভিডিও দেখা যায়। ফেসবুকের মাধ্যমে বর্তমান সময়ে বিনোদন অনেক বেশি পাওয়া যায়। ফেসবুক হচ্ছে এমন একটি মাধ্যম যা শুধু মানুষের সাথে মানুষের যোগাযোগ নয়। যার মধ্যে বিনোদন এবং বিভিন্ন ধরনের জ্ঞান মূলক কিছু পাওয়া যায়। ফেসবুকের মাধ্যমে বর্তমান সময়ে অনলাইনে অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা লেখাপড়ার একটু সমস্যা হলে ফেসবুকে এসে সার্চ করে বা অনলাইনে লাইফ ক্লাস করেন। শুধু এটাই নয় অনেক শিক্ষার্থী যাদের মেধা একটু ভালো তারা ফেসবুকে লাইভ ক্লাস নেন এবং সেইখানে অনেক শিক্ষার্থী লাইভ ক্লাস করেন।
বর্তমান বিশ্বে ফেসবুক চালানোর সংখ্যা অনেক বেশি পরিমাণে। শুধু এগুলোই নয় ফেসবুক থেকেও নানা ধরনের ভিডিও বানিয়ে মানুষকে খুব বিনোদন দিয়ে ইনকাম করা যায়। বর্তমান জেনারেশনে এই কনটেন্ট ক্রিয়েটিং করে অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা বেকারত্ব থেকে মুক্তি লাভ করেছেন। আবার অনেকেই আছেন যারা তাদের ফ্যামিলির হাল ধরেছেন। তাই বলা যায় ফেসবুক শুধু একটি যোগাযোগ মাধ্যম নয় ফেসবুক হচ্ছে সুযোগ সুবিধা এবং বিনোদনেরও একটি মাধ্যম।
শেষ কথা:
বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। অনেক কিছু জানতে পেরেছে। আশা করি ফেসবুক সম্পর্কে আপনাদের ধারণা অনেক বেড়ে গেছে।
আর বন্ধুরা আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।
আরো পড়ুন
কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবো